আদিত্যকুমার চট্টোপাধ্যায়ের রচিত গান
১
ঝিঁঝিঁট।
একতাল
মাগো জননী স্নেহরূপিণী করি এ ভিক্ষা তোমার ঠাঁই,
কর শুভাশীষ যেন অহর্নিশ সুপথে থাকিয়া কাল কাটাই॥
তোমার চরণে করি গো মিনতি, সুকাজে সতত থাকে যেন মতি,
ভাই ভগিনী সবারে প্রীতি দিতে যেন মাগো পারি সদাই॥
ন্যায়, সত্য, প্রীতি, ভক্তি, বিনয়, ধৈর্য,
জ্ঞান, শক্তি
পুণ্য-আদি ভূষণে যেন ভূষিত হইয়া থাকি সবাই॥
আমরা তোমার তনয়-তনয়া, কর আশীর্বাদ হইয়ে সদয়া॥
বিপদ-কালে অভ্য় কোলে দেখো মাগো যেন শরণ পাই॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ১৬ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: আদিত্যকুমার চট্টোপাধ্যায়
সুরকার:
অজ্ঞাত
স্বরলিপিকার: অজ্ঞাত
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ঝিঁঝিট
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: রা