অযোধ্যানাথ পাক্‌ড়াশীর গান

                               ১

                    সুরট-মল্লার। একতাল
 

                    মন চল নিজ নিকেতনে!

সংসার-বিদেশে বিদেশীর বেশে ভ্রম' কেন অকারণে?।

বিষয়-পঞ্চক আর ভূতগণ, সব তোর পর, কেহ নয় আপন,

    পর-প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে?।

সত্য-পথে মন কর আরোহণ, প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,

    সঙ্গেতে সম্বলরাখ পূণ্যধন, গোপনে অতি যতনে।

লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব হরণ,

    পরম যতনে রাখ রে প্রহরী, শম দম দুই জনে

সাধুসঙ্গ নামে আছে পান্থ-ধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,

    পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থনিবাসিগণে;

যদি দেখ পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার,

    সে পথে রাজার প্রবল প্রতাপ, শমন ডরে যাঁর শাসনে

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৮সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার :

স্বরলিপিকার :
শ্রীপ্রফুল্লকুমার সাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
সুরট-মল্লার

তাল: একতাল

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর : রগা