অক্ষয়চন্দ্র চৌধুরীর গান
                        

                 সর্ফদা - মধ্যমান

নিতান্ত না রইতে পেরে দেখিতে এলেম আপনি,

দেখ আর না দেখ আমায় দেখিব ও মুখখানি!

মনে করি আসিব না, এ মুখ আর দেখাব না,

না দেখিলে প্রাণ কাঁদে, কেন যে তা নাহি জানি।

এসেছি দিব না ব্যথা, তুলিব না কোন কথা,

সাধিব না, কাঁদিব না, রব অমনি।

যেথা আছ সেথাই থাক, আর কাছে যাব নাক,

চোখের দেখা দেখ্‌ব শুধু, দেখেই যাবএখনি!

 

 

গ্রন্থভুক্তি

. .  শতগান,  ৩৪ সংখ্যক গান, ভৈরবী-আড়খেমটা (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১১৬-১১৮।

 

প্রাসঙ্গিক বিষয়: সরলাদেবী তাঁর শতগান গ্রন্থে গানটির সুর উল্লেখ করেছেন 'প্রচলিত'।
 

স্বরলিপিকার: সরলা দেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
  সর্ফদা

তাল: মধ্যমান
গ্রহস্বর :রা