অমৃতলাল গুপ্তের গান

                     

           পূরবী । আড়াঠেকা            

     দিবা আবসান হল, কী কর বসিয়া মন?

     উত্তরিতে ভব-নদী করেছ কি আয়োজন?।

আয়ু সূর্য অস্ত যায়,        দেখিয়ে দেখ না তায়,

      ভুলিয়ে মোহ মায়ায়, হারায়েছ তত্ত্বজ্ঞান॥

নিজ হিত যদি চাও,        তাঁহার শরণ লও,

        ভব-কর্ণধার যিনি, পাপ-সন্তাপ-হরণ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১২ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারস্বরলিপি সত্যভূষণ গুপ্ত কৃত 'নববিধান গীতশতক' হইতে গৃহীত।

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
পূরবী

তাল: আড়াঠেকা 

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎ দ্রুত

গ্রহস্বর: সা