আনন্দচন্দ্র মিত্রের গান

                    ১

           মিশ্র খাম্বাজ। একতাল

             

        গাও রে আনন্দে সবে 'জয় ব্রহ্ম জয়'।

অনন্ত ব্রহ্মাণ্ড যাঁরে    গাইছে অনন্ত স্বরে,

        গায় কোটি চন্দ্র তারা 'জয় ব্রহ্ম জয়'॥

জয় সত্য সনাতন,    জয় জগত-কারণ,

        জ্ঞানময় বিশ্বাধার বিশ্বপতি জয়॥

অচ্যুত আনন্দধাম,    প্রেমসিন্ধু প্রাণারাম,

        জয় শিব সিদ্ধিদাতা মঙ্গল-আলয়॥

ভুবনবিজয়ী নামে,     চলি যাব শান্তিধামে,

        'ব্রহ্মকৃপাহি কেবলম্‌' কি ভয়, কি ভয়॥

হে প্রভু দীনশরণ,    পাপসন্তাপহরণ,

        অধম সন্তানে নাথ, দেহ পদাশ্রয়॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১০ম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 


প্রাসঙ্গিক বিষয়: গানটির সুর
পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত

 

স্বরলিপিকার প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 মিশ্র খাম্বাজ

তাল: একতাল

পর্যায় :  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎ দ্রুত

গ্রহস্বর: পা