বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান

                        

              রাগিণী দেশ - তাল ফেরতা

                বন্দে মাতরম্‌

সুজলাং সুফলাং মলয়জশীতলং

শস্যশ্যমলাং মাতরম্‌।

শুভ্র-জ্যোৎস্না-পুলকিত যামিনীং

ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনীং

সুহাসিনীং সুমধুরভাষিণীং

সুখদাং বরদাং মাতরম্‌।

সপ্তকোটিকণ্ঠ কলকল নিনাদকরালে

দ্বিসপ্তকোটিভুজৈর্ধৃতখরকরবালে

             কে বলে

মা তুমি আবলে।

বহুবলধারিণীং নমামি তারিনীং, রিপুদলবারিণীং

            মাতরম্‌।

তুমি বিদ্যা তুমি ধর্ম, তুমি হৃদি তুমি মর্ম

           ত্বংহি প্রাণাঃ শরীরে।


বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি,

তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।

            ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী

            কমলা কমলদলবিহারিণী

            বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং

            নমামি কমলাং অমলাং অতুলাং

                        সুজলাং সুফলাং মাতরম্‌

            শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং

                        ধরণীং ভরণীং মাতরম্‌

                        বন্দে মাতরম্।

 

 

গ্রন্থভুক্তি

.  শতগান,  ৩৯ সংখ্যক গান, রাগিণী দেশ- তাল ফেরতা (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১৩৫-১৪০।

 

প্রাসঙ্গিক বিষয়:
 

সুরকার: রবীন্দ্রনাথ ঠাকুর ও সরলা দেবী
 

স্বরলিপিকার: সাহানাদেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
দেশ

তাল: তাল ফেরতা

অঙ্গ: জাতীয় সঙ্গীত

গ্রহস্বর :র্সা