বিহারীলাল চক্রবর্তীর গান


                            ১

                      পূরবী- একতালা

গাছে ফুল শোভা যেমন

         হয় কি তেমন গাঁথলে মালা!

গলায় দিলে খানিক মজা!

         শেষকালেতে হেলাফেলা!

কোথা সে সৌরভ সুখ।

         কোথা সে প্রফুল্ল মুখ

যে অধর রসভরে

         ভ্রমরে করে না খেলা।

 

 

গ্রন্থভুক্তি

.  শতগান,  ২৬ সংখ্যক গান, পূরবী-একতালা (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ৯১-৯২।

 

 

প্রাসঙ্গিক বিষয়:

সুরকার:
বিহারীলাল চক্রবর্তী
 

স্বরলিপিকার: সাহানা দেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
পূরবী

তাল: একতালা

গ্রহস্বর :গা