বিহারীলাল
চক্রবর্ত্তীর গান
৩
কীর্ত্তন -
একতালা
পাগল মানুষ চেনা যায়।
তার হাসি হাসি মুখশশী খুশি ফোটে চেহারায়।
সদাশিব সদানন্দ, সরল অন্তর, তার নাহি আপন পর;
ও সে জানে না দুনিয়াদারী ভালবাসে দুনিয়ায়।
আপন ভাবে আপনি মগন, ও তার ঢুলু ঢুলু ঢোলে দুনয়ন,
ও সে কী যেন মধুর বাঁশি সদাই শুনিতে পায়।
গ্রন্থভুক্তি
১. শতগান, ২৩ সংখ্যক গান, কীর্তন-একতালা (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ৮৫-৮৬।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার: বিহারীলাল চক্রবর্তী
স্বরলিপিকার: সাহানা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
তাল: একতালা
অঙ্গ: কীর্ত্তনাঙ্গ
গ্রহস্বর :গা