বিহারীলাল
চক্রবর্তীর
গান
৪
পরজ কালাংড়া - ঠুংরি
বালা খেলা করে চাঁদের কিরণে!
ধরে না হাসিরাশি আননে।
ঝুরু ঝুরু মৃদু বায়, কুন্তল উড়িয়ে যায়,
চাঁদা আয় আয়, আয়, চায় গগনে!
ধরিয়ে মায়ের গলে, "দেখায়ে চাঁদ দে মা"
বলে
কাঁদ-কাঁদ আধ-আধ বচনে!
কাছে কাছে গাছে গাছে, ফুল সব ফুটিয়াছে
করতালি দিয়া নাচে সঘনে!
হেসে হেসে দুলে দুলে, চুমো খায় ফুলে ফুলে
চুমো কায় মেয়ে মায়ের বদনে!
গ্রন্থভুক্তি
১. শতগান, ৩৬ সংখ্যক গান, পরজ-ঠুংরিা (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১২৪-১২৬।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার: বিহারীলাল
চক্রবর্তী
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
পরজ
কালাংড়া
তাল: ঠুংরি
গ্রহস্বর :পা