বিজয়কৃষ্ণ গোস্বামী

                       ১

                ভীমপলশ্রী। আড়াঠেকা

 

মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়।

পারে কি তৃন পশিতে জ্বলন্ত অনল যেথায়

তুমি পূর্নের আধার, জলন্ত অনল সম,

আমি পাপি তরন সম, কেমনে পুজিব তোমায়

সুনি তব নামের গুণে তরে মহাপাপি জনে,

লইতে পবিত্র নাম কাঁপে এ মম হৃদয়

অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিবা যায়,

কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয়

এ পাতকী নরাধামে তার' যদি দয়াল-নামে,

বল ক'রে কেশে ধ'রে, দাও চরণে আশ্রয়

 

গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, তৃতীয় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ]


প্রাসঙ্গিক বিষয়:
গানের সুরটি সত্যেন্দ্রনারায়ণ দাসগুপ্তের সৌজন্যে প্রাপ্ত

 

সুরকার:

স্বরলিপিকার
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ভীমপলশ্রী

তাল:  আড়াঠেকা
অঙ্গ: টপ্পাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: মধ্যলয়

গ্রহস্বর: জ্ঞমা