বিপিনচন্দ্র পালের গান

                             

                     মনোহরসাহী । খয়রা             

 

            প্রাণরমণ, হৃদিভূষণ, হৃদয়রতন স্বামী, ওহে হৃদয়রতন স্বামী,

আমি      পাপে কলঙ্কিত, মোহে অভিভূত, তথাপি তোমারি আমি।

আমার    আর কেহ নাই, কেহ নাই, তথাপি তোমারি আমি

ওহে       তুমি হে আমার জীবন-আধার, চিরদিন তব আমি

আমার    আঁখির জ্যোতি, শ্রাবণের শ্রুতি, কণ্ঠমাঝে তুমি বাণী,

আমার    শরীরে শকতি, হৃদয়ে ভকতি, মনোমাঝে চিন্তামণি

আমার    দর্শন শ্রবণ পরশ মনন সকলেরই মূলে তুমি,

তবু        তোমায় না দেখিয়ে মোহে অন্ধ হয়ে করি শুধু 'আমি' 'আমি'

ওহে       দাও খুলে আঁখি প্রাণ ভরে দেখি, তুমি প্রাণ, আমি প্রাণী

ওহে       অন্তরে বাহিরে নিরখি তোমারে, শুনে চলি তব বাণী

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, অষ্টম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

২. বিশ্বভারতী পত্রিকা (কার্তিক-পৌষ ১৩৬৫) ।

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
মনোহরসাহ

তাল: খয়রা 

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: মা