বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের গান
১
বেহাগ। ঝাঁপতাল
অচল ঘন গহন গুণ গাও তাঁহারি,
গাও আনন্দে সবে রবি চন্দ্র তারা॥
সকল তরুরাজি সাজি ফুল ফলে গাও রে;
বিহঙ্গ-কুল গাও আজি মধুরতর তানে॥
গাও জীব-জন্তু আজি যে আছ যেখানে,
জগতপুরবাসী সবে গাও অনুরাগে;
মম হৃদয় গাও আজি মিলিয়ে সব সাথে,
ডাক 'নাথ ডাক নাথ' বলি প্রাণ আমারি॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৮ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
বিষ্ণুরাম চট্টোপাধ্যায়
সুরকার:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: বেহাগ
তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্যলয়
গ্রহস্বর: না