বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের গান
২
বেহাগ । ঝাঁপতাল
জয় জগজীবন জগত-পাতা হে।
জয় দীনশরণ শুভদাতা হে॥
জয় বিঘ্ননাশন বিধাতা হে,
জয় দেব জগত-পিতা মাতা হে॥
হৃদয়াধার হৃদজ্ঞাতা হে,
ভয়-তাপ-হরণ ভবত্রাতা হে;
দীন জন দ্বারে, ডাকে তোমারে,
দেহি প্রসাদ পরমাত্মা হে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৫ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার : কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
বেহাগ
তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায় : ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর : সা