[শ্রবণ নমুনা: অভিরূপ গুহ]

বলেন্দ্রনাথ ঠাকুরের গান


                         ১

                  সারং। ঝাঁপতাল

 

অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়।

জগত শিশুর মতো চরণে ঘুমায়ে রয়

অভিমান অহংকার মুছে গেছে নাহি আর,

ঘুচে গেছে শোক তাপ, নাহি দুঃখ নাহি ভয়।

কিটি রবি শশী তারা, তোমাতে হয়েছে হারা,

অযুত কিরণ-ধারা তোমাতে পাইছে লয়

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১০ম গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭)]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার :

স্বরলিপিকার : কাঙালীচরণ সেন
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: সারং

তাল:  ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: মা