বলেন্দ্রনাথ ঠাকুরের গান

                         ২

                   মিশ্র মেঘ। ধামার

             

নিশীথ নিদ্রার মাঝে জাগে কার আঁখিতারা।

সুপ্ত লোকলোকান্তরে সে আঁখি নিমেষহারা॥

শ্বাসহীন মহাপ্রাণ মহাকাশে স্তম্ভমান,

অচেতন বিশ্বে বহে অনন্ত চেতনধারা।

ছাড় যোগী নিদ্রাবেশে, হের আঁখি অনিমেষ,

মিল সে জাগ্রত প্রাণে, ভাঙো এ কুহক-কারা॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ২০ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড হইতে প্রাপ্ত।
 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 মিশ্র মেঘ

তাল: ধামার

সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ

বিষয়াঙ্গ :  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎ দ্রুত

গ্রহস্বর: রা