[শ্রবণ নমুনা: গান্ধার শিল্পী গোষ্ঠী] মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গান
৫
ঝিঁঝিট। দাদরা
পুণ্য-পুঞ্জেন যদি প্রেমধনং কোহপি লভেৎ, তস্য তুচ্ছং সকলং।
যাতি মোহান্ধতমঃ প্রেমরবেরভ্যুদয়ে, ভাতি তত্ত্বং বিমলং।
প্রেমসূর্যো যদি ভাতি ক্ষণেমকং হৃদয়ে, সকলং হস্ততলং॥
গ্রন্থভুক্তি
১.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
সপ্তম খণ্ড, প্রথম
গান ।
[সাধারণ ব্রাহ্মসমাজ (১১
মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
গানটির সুর অমিতা ঠাকুরের সৌজন্যে প্রাপ্ত।
স্বরলিপিকার: অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
সপ্তম খণ্ড
[সাধারণ ব্রাহ্মসমাজ (১১
মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]-এর
প্রথম
গান হিসেবে গৃহীত হয়েছে। এই গানের পাদটীকায় লিখা আছে- ' "ব্রহ্মসঙ্গীত"
গ্রন্থে 'যৎ' তাল উল্লিখিত আছে। গানটি রবীন্দ্রনাথের নিকট শ্রীমতী অমিতা
ঠাকুর যেরূপ শিখিয়াছিলেন তদনুশ্রবণে স্বরলিপি দাদরা তালে রচিত। সংস্কৃত
উচ্চারণ বৈশিষ্ট্য-অনুসারে গেয়।"
রাগ:
ঝিঁঝিট
তাল: দাদরা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: পা