দুর্গানাথ রায়
১
বেহাগ-খাম্বাজ । একতাল
আমি হে তোমারি কৃপার ভিখারি থাকিতে চাই হরি চিরদিন।
না জানি ভজন, না জানি সাধন, ভক্তিহীন, পাপেতে মলিন॥
তোমার করুণা কারেও ছাড় না, পাপীর প্রতি নহে উদাসীন;
তাই চিদাকাশে আশা আর বিশ্বাসে উদয় ক'রে দাও হে শুভদিন॥
তোমার কৃপায় লভিয়ে নয়ন, দেখিব হে প্রভো, তব প্রেমানন,
মধুর বচন করিয়ে শ্রবণ, সুখে দূঃখে রব আজ্ঞাধীন।
তোমা বিনে বল' কে আছে সম্বল, কে ঘুচাতে পারে নয়নের জল,
আছি সব স'য়ে
তোমার লাগিয়ে, হয়ে অকিঞ্চন দীন হীন॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১৫তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
দুর্গানাথ রায়
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: বেহাগ-খাম্বাজ
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: পা