দুর্গানাথ রায়ের গান

 

                                        ২

                         বেহাগ-খাম্বাজ। দাদ্‌রা

 

                    জীবন্ত ঈশ্বর এই তো বর্তমান!

এই যে দেখিবার ধন, অমূল্য রতন, তৃপ্ত হয় কি মন ক'রে অনুমান?।

এই তো সর্বগত সকলের আশ্রয়, জাগ্রত প্রহরী পূর্ণ জ্ঞানময়,

এই তো পাপীর বন্ধু দীন দয়াময়, পূর্ণকর্মা পুরুষপ্রধান

এই তো চিন্তামণি চিরন্তন ধন, এই তো দয়াল হরি হৃদয়রতন,

এই তো প্রাণেশ্বর প্রাণের ভিতর, কোথা যাব আর করিতে সন্ধান?।

এই তো নিত্য সত্য ব্রহ্মসনাতন, মধুর প্রকৃতি প্রেমের গঠন,

কিবা পুণ্যপ্রভা, অপরূপ আভা, শান্তিরসে ভরা প্রসন্ন আদন

স্থানেতে 'এখানে', কালেতে 'এক্ষণ', প্রাণসখা আমার প্রিয়দরশন,

দেখিলে জুড়ায় তাপিত জীবন, হারালে হৃদয় হয় যে শ্মশান

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২৪তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: দূর্গানাথ রায়
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: বেহাগ-খাম্বাজ

তাল:  দাদ্‌রা
অঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: মধ্য

গ্রহস্বর: ন্