গোবিন্দ্রচন্দ্র রায়ের গান


                            ১

                      লক্ষ্মৌ - ঠুংরি

কত কাল পরে, বল ভারত-রে! দুখসাগর সাঁতরি পার হবে!

অবসাদ হিমে ডুবিয়ে ডুবিয়ে, ও কি শেষ নিবেশ রসাতল রে!

নিজ বাসভুমে পরবাসী হলে, পর দাসখতে সমুদায় দিলে।

পর হাতে দিয়ে, ধন রত্ন সুখে বহ লৌহ-বিনির্মিত হার বুকে

পর ভাষণ আসন আননরে, পর পণ্যে ভরা তনু আপন রে!

পর বেশ নিলে, পর দেশ গেলে, তবু ঠাঁই নাহি নিলে দাস বলে!

তব নির্ভর নিত্য, পরের করে, অশনে বসনে গমনের তরে!

পর দীপ-মালা নগরে নগরেতুমি যে তিমিরে তুমি সে তিমিরে।

 

 

গ্রন্থভুক্তি

১.শতগান, ৪৭ সংখ্যক গান, লক্ষ্ণৌ-ঠুংরি (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত পৃষ্ঠা: ১৭৩-১৭৪।

 

প্রাসঙ্গিক বিষয়: সুর-প্রচলিত
 

স্বরলিপিকার: সাহানাদেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
পর্যায়: জাতীয় সঙ্গীত
গ্রহস্বর:
রা