গগনচন্দ্র হোমের গান


                   ১

          জয়জয়ন্তী । ঝাঁপতাল

 

শোক-সন্তাপ-নাশন, চির মঙ্গলনিদান;

আজি তাঁরি পদে কর মন প্রাণ সমর্পণ

ঘুচিবে শোক-যাতনা, পাইবে প্রাণে সান্ত্বনা,

হৃদয়-জ্বালা জুড়াইবে, পেলে তাঁর দরশন

ইহ-পরলোকে যিনি করুণাময়ী জননী,

প্রেমক্রোড় প্রসারিয়ে করিয়াছেন আবাহন।

শোকী তাপী যে যেখানে, পড় তাঁর শ্রীচরণে,

শান্তিজলে শোক তাপ হবে সব নিবারণ
 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১৪তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: গগনচন্দ্র হোম
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী

তাল: ঝাঁপতাল
অঙ্গ: টপ্পাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: মধ্য

গ্রহস্বর: মা