গগনচন্দ্র হোমের গান
২
আলাইয়া । একতাল
নাথ তুমি সর্ব্স্ব আমার, প্রাণাধার সারাৎসার।
নাহি তোমা বিনে কেহ ত্রিভূবনে, বলিবার আপনার॥
তুমি সুখ শান্তি সহায় সম্বল, সমাজ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল,
তুমি বাসগৃহ, আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার॥
তুমি ইহকাল, তুমি পরিত্রান, তুমি পরকাল, তুমি স্বর্গধাম,
তুমি শাস্ত্রবিধি, গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার।
তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি শ্রষ্টা পাতা, তুমি হে উপাস্য,
দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১১ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
প্রাসঙ্গিক বিষয়: স্বরলিপি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কৃত 'দিব্যগীত গ্রন্থ' হইতে গৃহীত।
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
আলাইয়া
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: গা