[শ্রবণ নমুনা: সুবিনয় রায়] |
গণেন্দ্রনাথ ঠাকুরের গান
১
খাম্বাজ
। চৌতাল
গাও হে তাঁহার নাম, রচিত যাঁহার বিশ্বধাম,
দয়ার যাঁর নাহি বিরাম, ঝরে অবরিত ধারে॥
জ্যোতি যাঁর
গগনে গগনে, কীর্তি-ভাতি অতুল ভুবনে,
প্রীতি যাঁর পুষ্পিত বনে, কুসুমিত নব রাগে॥
যাঁর
নাম পরশ-রতন, পাপী-হৃদয়তাপহরণ;
প্রসাদ যাঁর শান্তিরূপ ভকত-হৃদয়ে জাগে;
অন্তহীন, নির্বিকার মহিমা যাঁর হয় অপার,
যাঁর শক্তি বর্ণিবারে, বুদ্ধি বচন হারে॥
গ্রন্থভুক্তি
১. শতগান, ৮৯ সংখ্যক গান, খাম্বাজ-চৌতাল (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ২৯৬-২৯৭।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ৯ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: গণেন্দ্রনাথ
ঠাকুর
সুরকার:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: খাম্বাজ
তাল:
চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: না