[শ্রবণ নমুনা: অনুপম মণ্ডল]

গণেন্দ্রনাথ ঠাকুরের গান

                         ২

                   বাহার। একতাল

             

দেখিলে তোমার সেই অতুল প্রেম-আননে।

কী ভয় সংসার-শোক ঘোর-বিপদ-শাসনে॥

অরুণ উদয়ে আঁধার যেমন যায় জগত ছাড়িয়ে,

তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে,

ভকত-হৃদয় বীতশোক তোমার মধুর সান্তনে॥

তোমার করুণা, তোমার প্রেম, হৃদয়ে প্রভু ভাবিলে,

উথলে হৃদয়, নয়নবারি রাখে কে নিবারিয়ে।

জয় করুণাময়, জয় করুণাময়, তোমার প্রেম গাইয়ে,

যায় যদি যাক প্রাণ তোমার কর্ম সাধনে॥

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৯ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড হইতে প্রাপ্ত।
 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: কাঙালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 বাহার

তাল: একতাল

পর্যায় :  ব্রহ্মসঙ্গীত
লয় :  ঈষৎ দ্রুত

গ্রহস্বর: ধা