গণেন্দ্রনাথ ঠাকুরের গান

                     

             টোড়ি । চৌতাল             

   

দীননাথ, প্রেমসুধা দাও হৃদে ঢালিয়ে।

তপ্ত হৃদয় শান্ত হবে, রাখে কে নিবারিয়ে॥

তব প্রেমনীরে, আহা, শুষ্ক তরু মুঞ্জরে,

উৎস যত উৎসারিত মরুভূমি প্রস্তরে॥

অমৃতধারা মুক্তি-জনন সেই প্রেম জানিয়ে,

যাচি নাথ, বিন্দু তার শোকদগ্ধ অন্তরে।

সংসারঘোর ছাড়ি আর বিপদ-জাল কাটিয়ে,

জুড়াবে প্রাণ পরমসখা, তোমার প্রেম গাইয়ে॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ষষ্ঠ গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,  ১ম খণ্ড হইতে প্রাপ্ত।
 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
টোড়ি

তাল: চৌতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয় মধ্যলয় বা ঢিমা

গ্রহস্বর:দা