গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

  1. অলির কথা শুনে বকুল হাসে: হেমন্ত মুখোপাধ্যায়
  2. আকাশ কেন ডাকে। শিল্পী: কিশোর কুমার
  3. আজ দুজনার দুটি পথ। [তথ্য]

  4. আমার গানের স্বরলিপি: হেমন্ত মুখোপাধ্যায়;

  5. আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। শিল্পী: কিশোর কুমার ও আশা ভোসলে। চলচ্চিত্র:  আনন্দ আশ্রম।
  6. আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে শ্যামল মিত্র।
  7. আমি নিরালায় বসে [তথ্য] [শিল্পী মান্না দে]
  8. আশা ছিল ভালোবাসা ছিল। শিল্পী: কিশোর কুমার। চলচ্চিত্র: আনন্দ আশ্রম
  9. এই পথ যদি না শেষ হয়। [তথ্য]
  10. এই রাত তোমার আমার [তথ্য] [শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়]
  11. এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। শিল্পী: গীতা দত্ত। চলচ্চিত্র: হসপিটাল।
  12. ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। [তথ্য]

  13. কফি হাউজের সেই আড্ডাটা। শিল্পী:  মান্না দে।
  14. কে তুমি আমারে ডাকো। শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়। চলচ্চিত্র: অগ্নি পরীক্ষা
  15. গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়। [তথ্য]
  16. গানে ভুবন ভরিয়ে দেবে: শ্যামল মিত্র; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার

    ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা: সন্ধ্যা মুখোপাধ্যায়; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
  17. জীবনটা কিছু নয় শুধু এক মুঠো ধূলো। শিল্পী: বাপ্পি লাহিড়ী
  18. তুমি আর ডেকো না। শিল্পী:  মান্না দে।
  19. তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা  [তথ্য]
  20. নিশি রাত বাঁকা চাঁদ আকাশে। শিল্পী: গীতা দত্ত। চলচিত্র: পৃথিবী আমারে চায়।
  21. পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব। [তথ্য]

  22. পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব।
  23. পাখিটার বুকে যেন তীর মেরো না। শিল্পী: মোহম্মদ রফি।
  24. মঙ্গল দ্বীপ জ্বেলে। শিল্পী: বাপ্পি লাহিড়ী
  25. যদি কাগজে লেখো নাম। শিল্পী:  মান্না দে।
  26. যদি ভাব এ তো খেলা নয়। শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়।
  27. যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ। শিল্পী: মান্না দে।
  28. রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়। [তথ্য]
  29. শোনো একটি মুজিবরের থেকে। শিল্পী: অংশুমান রায়।
  30. সেদিনও আকাশে ছিল কত তারা। শিল: কিশোর কুমার
  31. সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়। শিল্পী: শ্যামল মিত্র।
     

আকাশ প্রদীপ জ্বলে: লতা মুঙ্গেশকর; কথা:পবিত্র মিত্র
আজ মন চেয়েছে: লতা মুঙ্গেশকর; কথা:পুলক বন্দ্যোপাধ্যায়
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:সলিল চৌধুরী
আমি এত যে তোমায় ভালোবেসেছি: মানবেন্দ্র মুখোপাধ্যায়; কথা:শ্যামল গুপ্ত
আমি কোন পথে যে চলি: মান্না দে; কথা:সুধীন দাশগুপ্ত
আমি চলতে চলতে থেমে গেছি: লতা মুঙ্গেশকর
আমি ঝড়ের কাছে রেখে গেলাম: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:সলিল চৌধুরী
আমি তোমার কাছে যেমন আছি: শ্যামল মিত্র
আমি দূর হতে তোমাকেই দেখেছি: হেমন্ত মুখোপাধ্যায়
আর কত রহিব শুধু পথ চেয়ে: হেমন্ত মুখোপাধ্যায়
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে: আরতি মুখোপাধ্যায়; কথা:সুধীন দাশগুপ্ত
আহা ঐ আঁকা বাঁকা যেই পথ: শ্যামল মিত্র
উজ্জ্বল এক ঝাঁক পায়রা: সন্ধ্যা মুখোপাধ্যায়; কথা: বিমল ঘোষ
এই কূলে আমি: মান্না দে; কথা:বঙ্কিম ঘোষ
এই বালুকা বেলায় আমি লিখেছিনু: হেমন্ত মুখোপাধ্যায়
এই মেঘলা দিনে একলা: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
এই রাত তোমার আমার:হেমন্ত মুখোপাধ্যায়; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
এই সুন্দর পৃথিবী: শ্যামল মিত্র
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়: গীতা দত্ত;কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
এক ঝাঁক পাখিদের মত কিছু রদ্দুর: মান্না দে
একটি কথাই লিখে যাবো শুধু: শ্যামল মিত্র; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
এতো আলো আর এতো হাসি গান: শ্যামল মিত্র; কথা:পবিত্র মিত্র
এমনও দিন আসতে পারে: শ্যামল মিত্র; কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
ঐ ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে:শ্যামল মিত্র
ও আকাশ প্রদীপ জ্বেলো না: হেমন্ত মুখোপাধ্যায়
ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে: মান্না দে; কথা:শ্যামল গুপ্ত
ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না:আরতি মুখোপাধ্যায়; কথা:সুবীর হাজরা
ওগো মোরে গীতিময়: সন্ধ্যা মুখোপাধ্যায়; কথা:কমল ঘোষ
ও পলাশ, ও শিমুল: লতা মুঙ্গেশকর; কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
ও বক্ বক্ বক্ বকম পায়রা: সন্ধ্যা মুখোপাধ্যায়; কথা:শ্যামল গুপ্ত
কত দূরে আর নিয়ে যাবে বল:মান্না দে
কার মঞ্জীর বাজে: শ্যামল মিত্র; কথা:সুধীন দাশগুপ্ত
কী দেখি পাই না ভেবে গো: হেমন্ত মুখোপাধ্যায়
কি নামে ডেকে বলবো তোমাকে: শ্যামল মিত্র; কথা:প্রিয়ব্রত
কে তুমি আমারে ডাকো: সন্ধ্যা মুখোপাধ্যায়;কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কেন এ হৃদয় চঞ্চল হল: সন্ধ্যা মুখোপাধ্যায়; কথা:মোহিনী চোধুরী
কেন তুমি ফিরে এলে: শ্যামল মিত্র
খিড়কি থেকে সিংহ দুয়ার: হেমন্ত মুখোপাধ্যায়

চিনেছি চিনেছি তোমার এ মন: আরতি মুখোপাধ্যায়; কথা:সুধীন দাশগুপ্ত
চৈতালী চাঁদ: শ্যামল মিত্র
জীবন খাতার প্রতি পাতায়: শ্যামল মিত্র; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
ঝড় উঠেছে বাউল বাতাস: হেমন্ত মুখোপাধ্যায়
ঝির্ ঝির্ ঝির্ ঝির্ ঝিরি:ধনঞ্জয় ভট্টাচার্য;কথা:সলিল চৌধুরী
তরী খানি ভাসিয়ে দিলাম: শ্যামল মিত্র
তীর ভাঙা ঢেউ:মান্না দে
তুমি আর আমি শুধু: শzামল মিত্র; কথা:পবিত্র মিত্র
তুমি আর ডেকো না: মান্না দে
তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:মুকুল দত্ত
তুমি না হয় রহিতে কাছে: সন্ধ্যা মুখোপাধ্যায়; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
তোমার আমার কারও মুখে কথা নেই: হেমন্ত মুখোপাধ্যায়
তোমারি পথ পানে চাহি:শ্যামল মিত্র;কথা:শৈলেন রায়
দূরন্ত ঘুর্ণির এই লেগেছে পাক: হেমন্ত মুখোপাধ্যায়
ধর কোন এক শ্বেত পাথরের প্রাসাদে: শ্যামল মিত্র
ধিতাং ধিতাং বোলে: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:সলিল চৌধুরী
নতুন নতুন রঙ ধরেছে সোনার পৃথিবীতে: হেমন্ত মুখোপাধ্যায়
নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে: হেমন্ত মুখোপাধ্যায়
না বলে এসেছি তাবলে ভেবো না: আরতি মুখোপাধ্যায়; কথা:পুলক বন্দ্যোপাধ্যায়
নাম রেখেছি বনলতা যখন দেখেছি: শ্যামল মিত্র; কথা:সুধীন দাশগুপ্ত
নিঝুম সন্ধ্যায়: লতা মুঙ্গেশকর
নীল আকাশে নীচে এই পৃথিবী: হেমন্ত মুখোপাধ্যায়
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:সলিল চৌধুরী
পথের ক্লান্তি ভুলে: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
পা মা গা রে সা: লতা মুঙ্গেশকর; কথা:সলিল চৌধুরী
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে: হেমন্ত মুখোপাধ্যায়
প্রেম একবারই এসেছিল নীরবে: লতা মুঙ্গেশকর; কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে:শচীন দেববর্মন; কথা: মীরা দেববর্মন
ভীরু ভীরু চোখে চেয়ে চলে গেলে:শ্যামল মিত্র; কথা:সুবীর হাজরা
মধু মালতী ডাকে আয়: সন্ধ্যা মুখোপাধ্যায়
মাগো আমরা তোমার: হেমন্ত মুখোপাধ্যায়
মেঘ কালো আঁধার কালো: হেমন্ত মুখোপাধ্যায়
মুছে যাওয়া দিনগুলি: হেমন্ত মুখোপাধ্যায়
যদি কিছু আমারে শুধাও: শ্যামল মিত্র

যারে যারে উড়ে যারে পাখী:লতা মুঙ্গেশকর; কথা:সলিল চৌধুরী
যে মালা শুকায়, যে খেলা ফুরায়:শ্যামল মিত্র

লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি:হেমন্ত মুখোপাধ্যায়
সাত ভাই চম্পা: লতা মুঙ্গেশকর; কথা:সলিল চৌধুরী
সুরের আকাশে তুমি যেন শুকতারা: হেমন্ত মুখোপাধ্যায়; কথা:বিমল ঘোষ
সূর্য ডোবার পালা:হেমন্ত মুখোপাধ্যায়;কথা:গৌরীপ্রসন্ন মজুমদার
সেই তো আবার কাছে এলে:মান্না দে
সেদিনের সোনাঝরা সন্ধ্যা:
শ্যামল মিত্র; কথা:পবিত্র মিত্র
স্মৃতি তুমি বেদনার: শ্যামল মিত্র

 

[সংগ্রহের কাজ চলছে]

আর কত রহিব শুধু পথ চেয়ে
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

আর কত রহিব শুধু পথ চেয়ে
আমার আকাশ হয় না তো নীল
মেঘে মেঘে রয় ছেয়ে
আর কত রহিব শুধু পথ চেয়ে।

বকুলের মুকুলে নেই কোনো গুনগুন
মাধবীর স্বপ্নে আসে না তো ফাল্গুন
কিসের আশায় তবু জেগে রই
বেদনারই গান গেয়ে
আর কত রহিব শুধু পথ চেয়ে।

হাসি ভুলে আর কত কাঁদি
বালুচরে মিছে ঘর বাঁধি
অবহেলা পেয়ে আমি অাঁখি-জলে সিক্ত
অসহায় এই আমি কত যেন রিক্ত
ঝড়ের আঘাতে হাল ভেঙ্গে যায়
খেয়া তবু যাই বেয়ে।

আগের পাতা

সুরের আকাশে তুমি যেন শুকতারা
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

সুরের আকাশে তুমি যেন শুকতারা
আমায় করেছো একি চঞ্চল -
বিহবল দিশাহারা।

অরুণাচলের বুকে
তুমি জাগালে দীপ্ত মুখে
মহা তমসায় আলোর ঝর্ণাধারা -
আমি বিহবল দিশাহারা।

নব চেতনার রক্ত কমল দলে
অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে।

মিছে হল অভিশাপ
মোর জীবনের সন্তাপ
গত রজনীর অশ্রু তিমির
ভেঙ্গেছো অন্ধকারে।

আগের পাতা

 

ঝড় উঠেছে বাউল বাতাস
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হল সাথী
সাত মহলা স্বপ্নপুরীর
নিভলো হাজার বাতি।

রুদ্রবীণার ঝংকারেতে
ক্ষুব্বì জীবন উঠলো মেতে
সকল আশার রঙিন নেশা
ঘুচলো রাতারাতি।

আকাশ জুড়ে দীর্ঘশ্বাসে
মাদল হল সুরু
সুরের স্বপন ভাঙ্গলো শুনে
মেঘের গুরুগুরু

উঠছে ভুলের ঘূর্ণী হাওয়া
সকল চাওয়া সকল পাওয়া
শুকনো পাতার মর্মরে আজ
করছে মাতামাতি।

আগের পাতা

 

নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ।

তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই
এই আছো ভাঁটায় আবার
এই তো দেখি জোয়ারে।

এ কূল ভেঙ্গে ও কূল তুমি গড়
যার একূল ওকূল দুকূল গেল
তার লাগি কি কর।

আমায় ভাবছো মিছেই পর
তোমার নেই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু
কইলে নাতো আমারে।

আগের পাতা

 

পথের ক্লান্তি ভুলে
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

পথের ক্লান্তি ভুলে
স্নেহভরা কোলে তব
মাগো কবে বল শীতল হব।
কত দূর আর কত দূর, বলো মা।

আর আাঁধারের ভ্রুকুটিতে ভয় নাই
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসি মুখে সে বেদনা সব।

চিরদিন মাগো তব করুণায়
ঘরছাড়া প্রেম-দিশা খুঁজে পাই
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লব।

মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও
মাগো তুমি ছাড়া এ অাঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রব।

আগের পাতা

 

অলির কথা শুনে বকুল হাসে
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি
আমার কথা শুনে হাসো নাতো।
ধরার এ ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি
আমার কাছে কভু আস নাতো?

আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি
আমার স্বপ্নে কভু ভাস নাতো।

চাঁদের আলোয় রাত
যায় যে ভোরে
তাহার মত তুমি
কর না কেন ওগো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে সে নেয় গো ডাকি
যেমন করে সে ভালোবাসে
কই তাহার মত তুমি
আমায় তবুও ভালোবাসোনা তো।

আগের পাতা

 

নতুন নতুন রঙ ধরেছে সোনার পৃথিবীতে

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

নতুন নতুন রঙ ধরেছে সোনার পৃথিবীতে
যেন ভালোবাসা ছড়িয়ে আছে
নীল আকাশের গায়ে
আমায় দেখতে দাও
ঐ মন ভোলানো রামধনু রঙ
দেখতে দাও।

দুচোখ ভরে দেখবো আমি
শিশুর মুখে হাসি
বুক ভরানো স্নেহ মায়া
স্বপ্ন রাশি রাশি
সব পেয়েছির স্বর্গ আমার
মাটির সীমানায়
আমায় দেখতে দাও।

এ মন আমি বিছিয়ে দিলাম
সবার চলার পথে
তোমরা এসো খোলা হাওয়ায়
খেয়াল খুসির রথে এসো
তোমরা এসো
আনন্দের এই নতুন দেশে
সাতশো তলা গড়ে
সুখে থাকো তোমরা সবাই
পরকে আপন করে।
আমায় দিও এক খানি ঘর
নিচের মহলায়-
আমায় দেখতে দাও।

আগের পাতা

 

আমি ঝড়ের কাছে রেখে আমার ঠিকানা
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

আমি ঝড়ের কাছে রেখে আমার ঠিকানা
আমি কাঁদলাম বহু হাসলাম
এই জীবনে জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে
রাখলাম নিশানা।

কখন জানি না সে
তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে ভালোবেসে
যত যতনে সাজান স্বপ্ন
হোল সকলি নিমেষে ভগ্ন
আমি দুর্বার স্রোতে ভাসলাম তরী অজানার নিশানা।

ওগো ঝরাপাতা
যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো
স্বপন মনেতে রাখো
যদি ডাকো যদি ডাকো
আমি আবার কাঁদবো হাসবো
এই জীবন জোয়ারে ভাসবো
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে
রেখে যাবো নিশানা।

http://www.abasar.net/ubinodankathaa.htm
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর : অনিল বাগচী
কণ্ঠ : মান্না দে (জন্মনাম : প্রবোধ চন্দ্র দে)
ছবি: এন্টোনি ফিরিঙ্গি (১৯৬৭) – Antony Firingee (1967)
আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়
নিষি ফুরালে কেহ চায়না আমায় জানি গো আর (।।)
আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়।

আমি যে আতর ওগো আতর দানে ভরা,
আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা।
কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার (।।)
আমি যে জলসা ঘরে ….

হায় গো কিযে আগুন জ্বলে বুকের মাঝে (।।)
বুঝেও তবু বলতে পারি না যে।
আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারেবার (।।)
আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরে …

- See more at: http://sufi-faruq.com/ami-je-jolsha-ghorer-manna-dey/#sthash.Uakhihz6.dpuf
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর : অনিল বাগচী
কণ্ঠ : মান্না দে (জন্মনাম : প্রবোধ চন্দ্র দে)
ছবি: এন্টোনি ফিরিঙ্গি (১৯৬৭) – Antony Firingee (1967)
আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়
নিষি ফুরালে কেহ চায়না আমায় জানি গো আর (।।)
আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়।

আমি যে আতর ওগো আতর দানে ভরা,
আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা।
কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার (।।)
আমি যে জলসা ঘরে ….

হায় গো কিযে আগুন জ্বলে বুকের মাঝে (।।)
বুঝেও তবু বলতে পারি না যে।
আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারেবার (।।)
আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরে …

- See more at: http://sufi-faruq.com/ami-je-jolsha-ghorer-manna-dey/#sthash.Uakhihz6.dpuf

 

মাগো আমরা তোমার
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

মাগো আমরা তোমার
শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।

আমরা হারবো না হারবো না
তোমার মাটি একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি

দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।

আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোনে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি।
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।