বিষয়: হাসন রাজার গান
গান সংখ্যা:

শিরোনাম:
মন যাইবারে ছাড়িয়া

পাঠ ও পাঠভেদ:

মন যাইবারে ছাড়িয়া
কেহ নাহি পাইবে তোমায় সংসার ধুড়িয়া
কিসের আশা কিসের বাসা কিসের সংসার
মইলে পরে ভাবিয়া দেখ
কিছুই নয় তোমার (মন)
কিসের আশয় কিসের বিষয় কিসের জমিদারী
কিসের হায় রামপাশা
কিসের লক্ষণ চিরি (মন)
ছাড় ছাড় হাসন রাজা এই ভবের আশা
চিন্তা কর পাইতায় বন্ধের
চরণতলে বাসা (মন)