হেমলতা দেবীর গান

                        ১
        জৌনপুরী টোড়ি
একতাল  
কে সে পরম সুন্দর, যাঁহারি লাবণ্যে পূর্ণ অন্তর অম্বর
        আনন্দ-ঝঙ্কারে যাঁর,      মনের বিচিত্র তার,
        ছন্দে ছন্দে সুরে সুরে     বাজে নিরন্তর
        সে সংগীতে হলে লীন,    মনোবীণা স্পন্দহীন,
        তিলেক বিচ্ছেদ তাঁর       ব্যাকুল অন্তর।
       
রূপ তাঁর সর্বস্থানে          রস তাঁর ঝরে প্রাণে,
                প্রেম তাঁর কোলে টানে বিশ্বচরাচর


গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ৬ষ্ঠ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: হেমলতা দেবী
 

সুরকার: শ্রীসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

স্বরলিপিকার: শ্রীসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: জৌনপুরী টোড়ি।

তাল: একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: জ্ঞ