হরিনাথ মজুমদারের গান

 

                                   

                         কীর্তনের সুর। দাদ্‌রা

 

                যদি ডাকার মতো পারিতাম ডাকতে,

        তবে কি মা অমন ক'রে তুমি লুকিয়ে থাকতে পারতে

আমি নাম জানি নে, ডাক জানি নে, জানি নে মা কোনো কথা বলতে,

আমি ডেকে দেখা পাই না তাইতে, আমার জনম গেল কাঁদতে

                    দুখ পেলে মা তোমায় ডাকি,

            আবার সুখ পেলে চুপ ক'রে থাকি ডাকতে,

    তুমি মনে ব'সে মন দেখ মা, আমায় দেখা দাও না তাইতে।

ডাকার মত ডাকা শিখাও, না হয় দয়া ক'রে দেখা দাও আমকে;

আমি তোমার খাই মা, তোমার পরি, কেবল ভুলে যাই নাম করতে

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২১তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: হরিনাথ মজুমদার
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
কীর্তনের সুর।

তাল:  দাদ্‌রা
অঙ্গ: কীর্তনাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়:

গ্রহস্বর: সা