হরলাল রায়ের গান
১
আলাইয়া। ত্রিতাল
জয় ভব-কারণ, জগত-জীবন, জগদীশ জয়তারণ হে।
অরুণ উদিল, ভুবন ভাসিল, তোমার অতুল প্রেমে হে॥
বিহঙ্গমগণ, মোহিয়ে ভুবন, কাননে তব যশ গায় হে॥
সবার ঈশ্বর, তুমি পরাৎপর, তব ভাব কে বুঝিবে হে॥
হে জগত-পতি, তব পদে প্রণতি, এ দীনহীন জনার হে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৪তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ] ।
প্রাসঙ্গিক বিষয়:
অতুলচন্দ্র সরকারের
সৌজন্যে এই গানের সুর পাওয়া
গেছে।
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: আলাইয়া
তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: না