ইন্দুভূষণ রায়ের গান

                     ১

               ধুন। একতাল

     ভিখারী ডাকে দ্বারে হে, শোনো দয়ার ঠাকুর!

তৃষিত আত্মা জুড়াতে চাহে, থেকো না থেকো না দুর;

পিপাসু প্রাণে আসিয়া সিঞ্চহ অমিয় সুমধুর।

    আঁখির আলো, প্রাণ তুমি, কৃপানিধান হে,

নিরাশ করো না, আঁধারে রেখো না, মাগি এ কাতরে।

কোথা যাব আর, কে আছে আমার, কে দুঃখ নিবারে।

আশার কথা কে আর কহিবে, তুমি ডেকে লও ঘরে

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ২০ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]

২. তত্ত্বকৌমুদী [৬ কার্তিক, ১৩৫৮ বঙ্গাব্দ]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

সুরকার :

স্বরলিপিকার : রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ধুন [রাগের নাম উল্লেখ নেই]

তাল: একতাল

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর :রা