জালাল উদ্দীনের সঙ্গীত-সংগ্রহ
গান-১
কেহই করে বেচাকেনা কেহই কাঁন্দে
রাস্তায় পড়ে ধরলি যদি তারে
চল মুর্শিদের বাজারে॥
ফুলের বনে আছে কাঁটা
মনের ঘরে চাবি আঁটা
ভাঙ্গতে হবে ঘরের চাবি
খুঁজবি যদি তারে
কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর হয় যদি জরজর
কাঁদিস না আর বসে বসে পথের ধারে॥
মুর্শিদেরই নামটি ধরো
নিজের ঈমান ওজন করো
বিসমিল্লাকে চাপা রাখো
হৃদপিণ্ডের ভিতরে
দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে
সাথে থাকলে মন মহাজন
কিনা হইতে পারে।
সেই বাজারে শক্ত বিচার
শোনরে ভাই সব দোকানদার
মাইর খাইয়া জান হারাবি
নিজেই নিলাম করে
জালালউদ্দিন তবিল হারা
পুঞ্জি নিলো চোরে
সেই তালাশে পাগল বেশে গিয়াছিল
হাওলাপুরে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে॥
শিল্পী: আব্দুল আলিম [শ্রবণ
নমুনা]
কথা: জালালউদ্দিন খাঁ
সুর: জালালউদ্দিন খাঁ
বিষয়াঙ্গ: মুর্শিদি
সুরাঙ্গ: ভাটিয়ালি
তাল: দাদরা