জেব-উন্-নেছা জামালের গান
        ১

মুক্তো মালার ছাতি মাথায় বর্ষা এলো রে
সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে

ঝুমুর ঝুমুর ঝরনা হলো আকাশটা আজ
দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা আজ
মনের খাঁচায় পাখিটাও ব্যাকুল হলো রে

আজকে থাকুক এটা বারণ সেটা মানা
পদে পদে হরেক রকম নিষেধ শোনা
বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলোর রে

কথা: জেব্-উন্-নেছা জামাল।
সুর: জামাল আহমেদ