জেব-উন্-নেছা জামালের গান
২
তিমি মাছের নাম তো জানো
জানো কি তাঁর পরিচয়
নামটা তিমি মাছ হলেও
আসলে সে মাছ নয় ॥
রক্ত গরম তিমি মাছের অন্য মাছের ঠাণ্ডা যে
মায়ের দুধে হয় সে বড় পাড়ে না ডিম আণ্ডা যে
বুঝলে এখন আকার দেখে সবাই তারে মাছ কয় ॥
কান্কো দিয়ে মাছেরা নেয় বাতাস থেকে অক্সিজেন
বিশাল দেহ এই মহারাজ ফুসফুস দিয়ে নিশ্বাস নেয়
এরই লেজের ঝাপটা খেয়ে নৌকা জাহাজ নয় ছয় ॥
কথা: জেব্-উন্-নেছা জামাল।
সুর: জামাল আহমেদ