কালীনারায়ণ গুপ্তের গান

                         ১

                      খাম্বাজ। দাদ্‌রা  

 

               চল গাই সেই ব্রহ্মনাম।

        যে নাম স্মরণে প্রাণারাম, মরণ ঘুচে রে।

হৃদয়ে হৃদয়ে মিলিয়ে, মধুর রাগিণী তুলিয়ে,

গাও এক প্রাণে এক তানে, একেরি কীর্তনে;

ব্রহ্মনাম মহাধ্বনি, আহা কি মধুর পশিলে শ্রবণে।
শুনি শুনি গাই, গাইয়ে শুনাই, সরল ব্যাকুল অন্তরে,

                            কি আছে চিন্তা রে

সে রাগে গাহিব ওঙ্কারে, ভ্রমর যেমন ঝঙ্কারে,

শুনিয়া জগত হইবে মোহিত, পিয়াস পূরিবে;

সঙ্গে ব্রহ্ম -নাম নিবে, হাসিবে কাঁদিবে, মাতিবে মাতাবে।

শত শত প্রাণ হ'য়ে এক প্রাণ ধর রে ধর রে ধর রে

                                    স্বরগ স্ব-করে

নামের ধ্বনির পুলকে, সকল হৃদয় আলোকে,

এ লোক সে লোক উদয় এ লোকে লোকেশ কীর্তনে;

বাঞ্ছা পূর্ণ, প্রাণে প্রাণে, যে জানে সে জানে কি করে এ গানে।
মরাকে বাঁচায়, খোঁড়াকে নাচায়, বোবাকে গাওয়ায় সুস্বরে,

                                            দেখায় অন্ধেরে

জান তো জান তো সকলে, নামেতে হৃদয়ে কি ফলে,

সাগর উথলে, নাচায় পুতুলে, হাসায় প্রাণ খুলে;

ব্রহ্মনাম-গান তোলে, সে গান সে তান যে শুনে সে ভোলে।

ভুলে ভুলে গায়, গাইয়ে ভুলায়, তুলায় তুলিবে কে তারে?

                                                ভুলায় কি ক'রে

ব্রহ্মনাম- বলে হৃদয়ে উথলে পরম ব্রহ্মজ্ঞান;

কিবা মান অপমান, ভেদ-জ্ঞান অবসান।

ক্রোধ মোহ লোভ রহে না এ সব, অতুল বৈভব বিস্মরে

                                                নামের সুস্বরে

 

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৩ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]

২.  ১৮৩৫ শক, মাঘ সংখ্যা হইতে গৃহীত।
প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: শ্রীমতী নমিতা গুপ্ত

স্বরলিপিকার: শ্রীপ্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: খাম্বাজ

তাল:  দাদ্‌রা
পর্যায়:  ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: ধা