কালীনাথ ঘোষের
গান
১
মিশ্র বেহাগ । ত্রিতাল
অসীম এ পুরে, নিকটে বা দূরে, রেখেছ যাহারে যথায়;
এ ঘরে ও ঘরে, সবারে আদরে, রেখেছ চরণ ছায়ায়॥
আছে যারা আছে, যারা লুকায়েছে,
এক প্রেম-কোলে সবাই রয়েছে;
কত ভালোবেসে, এদেশে ওদেশে, বিকশিত করিছ সবায়॥
যে চরণতলে রবি-শশী হাসে, অণু পরমাণু যথায় বিকাশে,
যত হারাধন, প্রাণ প্রিয়জন, আলো ক'রে সবাই হেথায়।
কি প্রেম-বাঁধনে বেঁধেছ যতনে,
নিখিলের সনে এই প্রাণমনে,
কে বা ছেড়ে কারে দূরে যেতে পারে, বাঁধা
যে সবে তব পায়॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৭তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
স্বরলিপিকার :
দীপালি নিয়োগী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র বেহাগ
তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: পা