কালীনাথ ঘোষের গান
২
ভৈরবী । চৌতাল
অনন্ত হয়েছ ভালোই করেছ, থাক চিরদিন অনন্ত অপার।
ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর॥
ভুলায়েছ যারে তব প্রলোভনে, সে কি ক্ষান্ত হবে তব অন্বেষণে।
না পায় না পাবে, যায় প্রাণ যাবে, কভু কি ফুরাবে অন্বেষণ তার॥
যত পাছে পাছে ছুটে যাব আমি, তত আরো আরো দূরে রবে তুমি,
যতই না পাব, তত পেতে চাব, ততই বাড়িবে পিপাসা আমার॥
আদর্শ তোমারে দেখিব যত, তোমার স্বভাব পেয়ে হব তোমার মতো;
ফুরাবে না তুমি, ফুরাব না আমি, তোমাতে আমাতে হব একাকার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১২ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার : প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরবী
তাল:
চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা
॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১০নং গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার :
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: রা