কালীপ্রসন্ন বিদ্যরত্নের গান
১
ঝিঁঝিট । একতাল
ভজ রে প্রভু দেবদেব, সরব-হিতকারী রে।
মননে পাপ তাপ যায়, অনন্ত-দুখহারী রে॥
যাঁহার দয়ার নাহিক পার, অবিরত স্রোত বহিছে যার,
তাঁহারে সঁপিলে মন প্রাণ কি ভয় তোমারি রে॥
তাঁহারি প্রীতি কুসুমকাননে, তাঁহারি শকতি অসীম গগনে,
হেরিলে পুলকে পূরয়ে কায়, উথলে প্রেমবারি রে॥
অমৃত জলেরই সেই তো সাগর, কেন কাছে থাকি তৃষায় কাতর,
অনায়াসে পান করে রে সে-জল, চরম-শান্তিকারী রে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, নবম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
ননীভূষণ দাসগুপ্তের
সৌজন্যে সুর পাওয়া গেছে।
সুরকার :
স্বরলিপিকার :
প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ঝিঁঝিট
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: ধা