কামিনী রায়ের গান
১
মিশ্র। অর্ধ ঝাঁপতাল
তুমি যে গো সাথে সাথে আছ অনুক্ষণ,
কেনই ভাবনা আর করি অকারণ॥
বিপদে পড়িলে পরে, ডাকিব বিশ্বাস-ভরে,
অমনি সকল ভয় করিবে বারণ॥
আলোকে আঁধারে কিবা, চেয়ে আছ নিশি দিবা,
তোমার চোখের দূরে নহে কোনো জন॥
হই ছোট শিশু হই, তোমারি তো কাছে রই,
কে আছে কে আছে বড় তোমার মতন॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ২১ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায় সৌজন্যে প্রাপ্ত।
সুরকার:
ননীভূষণ দাশগুপ্ত
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
তাল:
অর্ধ ঝাঁপতাল
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা