কামিনী রায়ের গান
২
সাহানা। ঝাঁপতাল
সকলেরি প্রভু তুমি, রাজা তুমি জগতের,
কে বুঝে মহিমা তব, হে মহান মহতের॥
রাজা হয়ে প্রভু হয়ে অনিমেষ আছ চেয়ে,
স্নেহের নয়নে দেব, মুখ-পানে সন্তানের॥
কতই বাসিছ ভালো, রাখিয়াছ কত সুখে,
করুণার কথা তব কেমনে বলিব মুখে।
হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদিনু পদে পিতা,
কি বা দিব, কি বা আছে, অতি ক্ষুদ্র আমাদের॥
গ্রন্থভুক্তি
১.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
চতুর্থ খণ্ড,
১৯তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭
বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
ননীভূষণ দাশগুপ্ত
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: সাহানা
তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: ধা