শিল্পী: আব্দুল আলিম [শ্রবণ নমুনা]

বিষয় : কানাইলাল শীলের গান
গান সংখ্যা :
.
শিরোনাম :
কে যাও ভাটির দেশের নাইয়ারে ভাই

পাঠ ও পাঠভেদ:

কে যাও ভাটির দেশের নাইয়ারে ভাই
তারি গান গাইয়া
তুমি ধীরে ধীরে বাইও নৌকা
একবার চাও ফিরিয়ারে
তোমার গানের সুরে ভাটি গাঙ যায় উজান বইয়া
নদীর কুলে এসে ঢেউ লাগিয়া
কুল গেল ভাঙিয়ারে, ভাটিয়ালী গান গাইয়া।

তুমি তো সুন্দর নাইয়া সুন্দর নায়ের ছইয়া
রুনুঝুনু বাদ্য বাজে ছইয়ার ভিতর দিয়া রে।
রঙিন কাঠের নৌকাখানি রঙিন নায়ের গুঁড়া হায় রে
রঙিন পাল উড়াইয়া যাও, কত সুরেরি গান গাইয়া রে
ভাটিয়ালী গান গাইয়া