বিষয় : কানাইলাল শীলের গান
গান সংখ্যা :

শিরোনাম :
পিঞ্জিরার পাখির মত
পাঠ ও পাঠভেদ:

পিঞ্জিরার পাখির মত
আমি তারে উইড়া যাইয়া দেখি কোথায় গো
আমার কালো পাখি

শিকল কাটিয়া গিয়াছে উড়িয়া
গিয়াছে কোন অজানা দেশে
আমারে ভুলিয়া কার প্রেমে মজিয়া
কেবল আমাকে বানাইল চির দুখি

যদি গো পাইতাম হৃদয়ে বসাইতাম
শুনিতাম মধুর বুলি
জীবন থাকিতে না পাইলাম দেখিতে
আমার  মরণের আর কয়দিন বাকি

কত ছিল ভালবাসা আমার অন্তরে বাহিরে
সর্বস্ব ধন হরে নিয়া
কোথায় গেল লুকাইয়া
তারে শয়নে স্বপনে আমি দেখি