বিষয়: শাহ আব্দুল করিম-এর গান
গান সংখ্যা:

শিরোনাম:
দিবানিশি ভাবি যারে তারে যেন পাই না

পাঠ ও পাঠভেদ:

দিবানিশি ভাবি যারে তারে যেন পাই না
রঙের দুনিয়া তোরে চাইনা
বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন রজনী
কুলহারা কলঙ্কিনী কারো কাছে যাইনা
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালবেসে মন দিলাম
আগে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তা-ই না
আসি বলে গেল চলে
ভাসি সদা নয়ন জলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না