কাশীনাথ ঘোষালের রচিত গান

শ্রবণ নমুনা: সুবিনয় রায়

                              ১

             মিশ্র ভূপালি ঝাঁপতাল
         

            তৃষিত হৃদয়ে নাথ বিতর প্রেম- বারি।

            নিবার পাপ-সন্তাপ, দীন-দুখহারী
        নব প্রীত নব আশা জাগাও হে প্রাণে,
            সঞ্চার নব শকতি নব প্রেম-সাধনে,
            নাশ মোহ-তিমির জ্যোতি বিস্তারি
        সাধ মনে, সতত তব সঙ্গে থাকি নাথ,
        করিয়া অমৃত পান জুড়াই তাপিত চিত।
অন্তরযামী, জান সকলি, ভ্রমি বিপথে বিষয়-কুহকে ভুলি,
        কেমনে পাইব দেব, পরশ তোমারি!!

 

 

গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ত্রয়োদশতম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: কাশীচন্দ্র ঘোষাল
 

সুরকার:

স্বরলিপিকার: অজ্ঞাত
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র ভূপালী

তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: মধ্য

গ্রহস্বর: র্সা