কাশীচন্দ্র ঘোষালের গান
২
ভৈরবী। একতাল
অনন্ত ভুবনে, সত্য-নিকেতনে,
হেরো বিরাজিত প্রেম পরিবার।
ইহ-পরলোকে দ্যুলোকে ভূলোকে নাহি ব্যবধান, সব একাকার॥
যাহাকে বলি 'নাই নাই নাই', তাহার দেখা সেইখানে পাই,
নিত্যলোক-মাঝে সবায় বিরাজে,
কে যাবে? সেথা অবারিত দ্বার॥
আশার পুলকে পুলোকিত প্রাণ, সে দেশের মোরা পেয়েছি সন্ধান,
তাঁহার কৃপায় যাইব সেথায়, খুলেছেন পিতা অমৃতের দ্বার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২০তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
কাশীচন্দ্র ঘোষাল
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: সা