কাশীচন্দ্র ঘোষালের গান
৩
ভৈরবী। চৌতাল
রাজেশ্বর, ব্রহ্ম পরাৎপর, বিরাজিত হেরো মহাসিংহাসনে।
ধায় শত শত আকুল চিত তাঁহারি অমৃত পানে॥
গাহিছে বিহঙ্গ প্রেমে মাতোয়ারা, বন্দিছে নীরবে রবি চন্দ্র তারা,
বীণাবাদিনী গাহে কল্লোলোনী, কী আনন্দধ্বনি উঠিছে ভুবনে॥
এসো গো ভগিনী, এসো রে ভাই, পিতার সিংহাসন ঘিরিয়া দঁড়াই,
হৃদয়ে হৃদয়ে প্রেমে গলিয়ে, প্রাণ খুলি পিতার যশোগীতি গাই;
যাঁর আবাহনে প্রাণ জাগিল, যাঁহার পরশে পাষাণ গলিল,
দেখি অনিমেষে, সে সত্যপুরুষে, হৃদয়-নিভৃত-কাননে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২২তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
কাশীচন্দ্র ঘোষাল
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী
তাল:
চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: মা