ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের  গান

                  

          গৌর সারঙ্গ । ত্রিতাল

 

নির্মল মুখ তব দেখাও আজ

সব ভয় দূর হয় দেখি ও মুখ হে।

এসো হে এসো নাথ ডাকি জোড় ক'রে

তোমারি শরণ পেলে ভুলি সব দূঃখ হে॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১১দশ গান  [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
গৌর সারঙ্গ

তাল: ত্রিতাল

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: পা