ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের গান
২
ভীমপলশ্রী । একতাল
পরাণ আমার চাহেগো তোমায় দেবতা প্রাণের হে।
আকুল বিরহে দহিয়া হৃদয়ে ডাকি প্রিয়তম হে।
মোর আঁখিজলে পাষাণ যে গলে তুমি যে টল না হে ।
ভিজাই কেমনে তোমারি মরমে জানি না জানি না হে ॥
নাহি যদি লবে প্রাণে টানি তবে তব পদতলে হে।
পড়িয়া রহিয়া ভুলি দুখ সব মুছি আঁখিজলে হে ॥
তোমারি মুরতি হিয়ার পরতে পরতে আঁকিব হে।
ভকতি কুসুম করিয়া চয়ন গোপনে পূজিব হে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১২দশ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভীমপলশ্রী
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর:
জ্ঞা