কৃষ্ণচন্দ্র মজুমদারের গান

                             

                   খাম্বাজ-জংলা । কাওয়ালি            

                

                তুমি আত্মীয় হতে পরমাত্মীয়,

                আছে তোমা হতে কে সংসারে॥

পিতা মাতা জায়া, তনয় তনয়া, আর এত দয়া কে করিতে পারে॥

করুণার নিধান বিভু তুমি হে, কত না করুণা করিলে পাপীরে॥

সুখ-সাধন এই শরীর মন, করুণার নির্দশন, নাথ, তব॥

গ্রহতারকামণ্ডিত নীল নভ, ধনধন্যভরা রমণীয় ধরা॥

সুগভীর তরঙ্গিত নীর নিধি, হিমরঞ্জিত শোভন তুঙ্গ গিরি॥

সকলে পুলকে সমতান ধরি করিছে করুণা তব কীর্তন হে॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১৩ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

 

প্রাসঙ্গিক বিষয়: স্বরলিপি সত্যভূষণ গুপ্ত কৃত 'নববিধান গীতশতক' হইতে গৃহীত।

 

স্বরলিপিকার: সত্যভূষণ গুপ্ত

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ-জংলা

তাল: কাওয়ালি 

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত

গ্রহস্বর: রা