বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ১০১
শিরোনাম:
আপনার আপনি চেনা যদি যায়
আপনার আপনি চেনা যদি যায়
তবে তারে চিনতে পারি
সেই পরিচয়॥
উপর আলা সদর বারি
আত্মারূপে অবতারি
মনের ঘোরে চিনতে নারি
কিসে কি হয়॥
যে অঙ্গ সেই অংশকলা
যায় বিশেষ ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘুলা
সেকি তা কয়॥
সেই আমিকি কি আমিই আমি
তাই জানিলে যায় দুন্নামি
লালন কয় তবে কি ভ্রমি
এ ভব কৃপায়॥