বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১০২

শিরোনাম:
গুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়ো না

গুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়ো না
সদায় থেকো সচেতনে
অচেতনে ঘুম যেওনা

ব্যাধে যখন পাখি ধরতে যায়, তখন উর্ধ্ব মুখে রয়
থাকে এক নিরিখে পাখীর দিকে ফিরে না তাকায়
তুমি আখিঁ রেখ পাখীর দিকে নয়নে পলকে দিওনা।
যেমন ছিদ্রকুম্ভে জল আনিতে যায়, তাতে জল কি মতে রয়
আসতে যেতে হায়গো দেরী, পিপাসায় প্রাণ যায়
মন তোর আসা যাওয়ায় দিন ফুরালো
গুরু রতি ঠিক হল না

যেমন নারিকেলেতে জলের সঞ্চার, তার মধ্যে জলে পরিপূর্ণ
বুঝে উঠা ভার;
আছে গোপনে গোপিকাধর্ম্ম জানে রসিক জনা

মরতে ওআরলে ধরতে পারা যায়, সেতো মুখের কথায় নয়
আট কুঠুরী নয় দরজায় কপাট দিতে হয়
লালন বলে মনের ভুলে দেহের খবর নিলেনা